সাত খুনে কার কী সাজা
প্রকাশ: ২০১৭-০১-১৬ ১৭:২২:৫৩
বহুল আলোচিত সাত খুন মামলায় নূর হোসেন, র্যাবের প্রাক্তন তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ, লে. কমান্ডার এম এম রানা ও মেজর আরিফসহ ২৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া আট আসামিকে ১০ বছর করে সাজা ও এক আসামিকে সাত বছরের দণ্ড দেওয়া হয়েছে। মামলায় মোট আসামি ৩৫ জন। তাদের মধ্যে ১২ জন পলাতক রয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন র্যাব-১১ এর প্রাক্তন সিও লে. কর্নেল (বরখাস্তকৃত) তারেক সাঈদ মোহাম্মদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রাক্তন কাউন্সিলর নূর হোসেন, মেজর (বরখাস্তকৃত) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (বরখাস্তকৃত) এম এম রানা, নূর হোসেনের গাড়িচালক মিজানুর রহমান দীপু, করপোরাল মোখলেসুর রহমান, সৈনিক মহিউদ্দিন মুন্সী, ল্যান্স নায়েক হিরা মিয়া, সিপাহি আবু তৈয়ব, সেলিম, সানাউল্লাহ, শাহ জাহান, জালাল উদ্দিন, আসাদুজ্জামান নূর, পূর্নেন্দু বালা, আরিফ হোসেন, আল আমিন, তাজুল ইসলাম, এনামুল, বেলাল হোসেন, শিহাব উদ্দিন, মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, আবুল বাশার, রহম আলী ও এমদাদুল হক।
১০ বছরের সাজাপ্রাপ্তরা হলেন করপোরাল রুহুল আমিন, সৈনিক নুরুজ্জামান, এসআই আবুল কালাম আজাদ, এএসআই বজলুর রহমান, এএসআই আলিম, এএসআই কামাল, কনস্টেবল বাবুল ও কনস্টেবল হাবিব। সাত বছরের দণ্ড পেয়েছেন হাবিলদার নাসির।
আসামিদের মধ্যে ১২ জন পলাতক রয়েছেন। এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন। তারা হলেন- সেলিম, শাহ জাহান ও সানাউল্লাহ সানা।