মাদক ও জঙ্গিমুক্ত রাখতে ইবিতে র্যালি ও আলোচনাসভার আয়োজন
প্রকাশ: ২০১৭-০১-১৮ ১২:০৫:৪৩
তামাক, মাদক ও জঙ্গিমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে ১৯ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যালি, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ক্যাটের বিশেষ উপদেষ্টা এম.এ.মান্নান এম.পি।
অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও শান্তিপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে তামাক, মাদক ও জঙ্গিবিরোধী জোট (ক্যাট) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। বেলা ১১.২০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রশাসন ভবন চত্বর হতে তামাক, মাদক ও জঙ্গিবিরোধী র্যালি বের হবে। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনাসভায় মিলিত হবে।
বেলা সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ক্যাটের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আশকারী’র সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ক্যাটের বিশেষ উপদেষ্টা এম.এ.মান্নান এম.পি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা এবং র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক ও ক্যাটের উপদেষ্টা আব্দুল জলিল মন্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ক্যাটের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই নিউজের সম্পাদক সাংবাদিক আলী নিয়ামত। আলোচনাসভা শেষে দুপুর সাড়ে ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজনকে ঘিরে ক্যাম্পাসে চলছে সাজসাজ রব। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আয়োজনকে সফল করতে বিভিন্নভাবে প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/এসএস