৩০ হাজার টাকায় সেরা অভিনেতার পুরস্কার কিনেন ঋষি‍ কাপূর

প্রকাশ: ২০১৭-০১-১৯ ১৬:০৮:১২


Hrishi Kapurঋষি কাপূরের ‘খুল্লাম খুল্লা’ কথাবার্তা যেন থামতে চাইছে না। ঠোঁটকাটা খ্যাত ঋষির ‘সুনাম’ কোনও দিন কম নয়। মনের কথা খোলাখুলি বলে বরাবরই আলোড়ন তুলেছেন।
তবে, ঋষির আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’ প্রকাশিত হওয়ার পর থেকে যেন বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। একের পর এক বিস্ফোরক মন্তব্যে ঠাসা সে বই। কখনও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের টি-পার্টিতে যাওয়া তো কখনও বাবা রাজ কাপূরের একাধিক নারীসঙ্গের বিবরণ, সত্যিই খুল্লাম খুল্লা ঋষি।
এবার আত্মজীবনীতে ঋষি জানিয়েছেন, নিজের ডেবিউ ফিল্ম ‘ববি’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর সেরার পুরস্কার কিনেছিলেন তিনি। হ্যাঁ! কোনও জল্পনা-কল্পনা নয়। স্বয়ং ঋষি স্বীকার করেছেন সে কথা।
রাজ কাপূর পরিচালিত ‘ববি’তে ছেলে ঋষির বিপরীতে ছিলেন ডিম্পল কাপাডিয়া। ১৯৭৩-তে ফিল্ম রিলিজের সঙ্গে সঙ্গেই তা সুপার-ডুপার হিট। পরের বছর ওই ফিল্মের জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান তিনি।
ঋষি জানিয়েছেন, সে সময় তাঁর কাছে টাকা দিয়ে পুরস্কার কেনার প্রস্তাব এসেছিল। আর তা সঙ্গে সঙ্গে মেনেও নেন তিনি। তবে ঋষির দাবি, সে টাকা কার পকেটে গিয়েছিল তা জানতেন না তিনি। কত টাকায় কিনেছিলেন সে পুরস্কার? সে অঙ্কটাও জানিয়েছেন ঋষি। ৩০ হাজার টাকা! আনন্দবাজার।