দ্বিতীয় টেস্টে ডাক পাচ্ছেন সৌম্য, শান্ত ও নুরুল হাসান

প্রকাশ: ২০১৭-০১-১৯ ১৭:২৪:৫৫


Nurulনিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছেন অধিনায়ক মুশফিকুর, ইমরুল কায়েস ও মমিনুল হক। তাদের বদলে দলে ডাকা হয়েছে নাজমুল হাসান শান্ত ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে। এছাড়া সৌম্য সরকার ও নুরুল হাসানকেও দলে দেখা যেতে পারে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
ওয়েলিটংটন টেস্টে ব্যাটিংয়ের সময় বল লেগে পাঁজরে চোট পেয়েছিলেন মুমিনুল। মুশফিক-ইমরুলের চোটের তীব্রতা বেশি বলে অনেকটাই আড়ালে ছিল মুমিনুলের চোট। ম্যাচের আগের দিন ব্যাটিং অনুশীলনে গিয়ে মুমিনুল টের পান, চোট যায়নি। স্বাভাবিক নড়াচড়ায় সমস্যা আছে বেশ। শেষ পর্যন্ত তাই তাকেও বিশ্রামে যেতে হলো।
নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকেই ইনজুরি আক্রান্ত টিম বাংলাদেশ। ইনজুরি থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু নতুন করে কোমড়ের ব্যথায় সব ম্যাচ খেলতে পারেননি ফিজ। এদিকে প্রথম একদিনের ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে ফিরলেও আবার পড়েন ইনজুরিতে। এছাড়া রান নিতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন ওপেনার ইমরুল কায়েস।