ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলা নিষেধ লেডি গাগার!

আপডেট: ২০১৭-০১-১৯ ১৭:৩৯:১৬


lady_gagaমার্কিন নির্বাচনের সময় ডেমোক্রেট রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন লেডি গাগা। জনপ্রিয় এবং বিতর্কিত এই পপস্টার ট্রাম্পকে সরাসরি আক্রমণ করতেও ছাড়েননি। ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে নেমে গেছেন রাজপথে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।

ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট। তাই লেডি গাগাকে মুখ বন্ধ রাখতে হচ্ছে। চাইলেই ট্রাম্পের বিরুদ্ধে বেফাঁস কথা বলা যাবে না। লেডি গাগা অবশ্য নিজে থেকে এমন অবস্থান নেননি। তাকে বাধ্য করা হয়েছে।

আমেরিকার জাতীয় ফুটবল লীগ কর্তৃপক্ষ গাগার ওপর এমন নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা নাটালি রাভিজ এ ঘটনাকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, দেশের প্রধানসারির সংবাদমাধ্যম তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে নতুন করে বিতর্ক সৃষ্টি জন্য।