ক্রাইস্টচার্চে চালকের আসনে বাংলাদেশ
প্রকাশ: ২০১৭-০১-২১ ১৮:২০:৪১
ক্রাইস্টচার্চে বৃষ্টিবাধায় দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে আছে। তাদের হাতে আছে ৩ উইকেট। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান করে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রানে অপরাজিত আছেন।
হেনরি নিকোলস ও সিচেল স্যান্টনারের জুটিতে যখন বড় লিডের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড ঠিক তখনই আঘাত হানেন সাকিব। মাত্র চার রানে তিনজন কিউই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শনিবার দিনের প্রথম সেশনে ৪৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর নিউজিল্যান্ড টম ল্যাথাম ও রস টেইলরের ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছিল। কিন্তু ল্যাথাম-টেলরের ১০৬ রানের জুটি ভাঙেন তাসকিন। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি হওয়ার আগে ৬৮ রান করেন ল্যাথাম। রস টেইলরকে ফেরান মিরাজ। মিড অনে তাইজুলের তালুবন্দি হওয়ার আগে ১০৩ বলে ৭৭ রান করেন টেইলর।
প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেছেন সৌম্য সরকার। এ ছাড়া সাকিব করেন ৫৯ রান ও অভিষিক্ত নুরুল হাসান সোহান করেন ৪৭ রান।