নর্দান ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

প্রকাশ: ২০১৭-০১-২২ ১২:৪৩:০৫


NUBনর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ২৬তম সিন্ডিকেট ও ২২তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।

সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সভা পরিচালনা করেন সিন্ডিকেটের সদস্য সচিব ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) একতেদার আহমদ সিদ্দিকী।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিন্ডিকেট সদস্য অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির, সিন্ডিকেটের মনোনীত শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কায়কোবাদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছিলেন অধ্যাপক ড. কাজী সালেহ্ আহমেদ, প্রাক্তন উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপউপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করীম এবং ইউনিভার্সিটির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

সানবিডি/ঢাকা/এসএস/এমজেড