‘নির্বাচনের যে সুবাতাস বইছে তা চলমান থাকবে’
আপডেট: ২০১৭-০১-২৩ ১২:৩৩:৪০
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আমরা ভিত্তিপ্রস্তর করে যাচ্ছি। গাছ লাগিয়ে যাচ্ছি। নতুন যে কমিশন আসবে তার জন্য দোয়া করছি, এ গাছ মহীরুহ হিসেবে বড় করা এবং সে গাছ থেকে উপকার পাওয়া, এটা তো অনেক দিনের ব্যাপার। আশা করছি, নির্বাচনের যে সুবাতাস বইছে তা চলমান থাকবে। নারায়ণগঞ্জে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে তা চলবে এবং এভাবে সুষ্ঠু নির্বাচনের যাত্রা শুরু হবে দেশে।
রবিবার পশ্চিম আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব ভবনে প্রথম অফিস করার দিনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ভোট কারচুপিও হয়নি।
নতুন ভবনে তড়িঘড়ি করে ওঠা হলো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নিজের ভবন ছিল না। ভাড়া করে ভবনে কাজ চালাতে হয়েছে। জায়গার সংকুলান না হওয়ায় ফাইল বারান্দায় রাখতে হয়েছে। তাই এখানে চলে এসেছি। একটা ভবনের অনেক কাজ থাকে। এটাতে আরো অনেক কাজ করতে হবে। ধীরে ধীরে তা সম্পন্ন করা হবে।
২০০৭ সালে পশ্চিম আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের পাশে নিজস্ব ভবন নির্মাণের জন্য ২ একর ৩৬ শতাংশ জমি নির্বাচন কমিশনকে বরাদ্দ দেয় গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়।