টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ

প্রকাশ: ২০১৭-০১-২৪ ১১:৫২:২১


Trampমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারে নির্বাহী আদেশ জারি করেছেন। নির্বাচনী প্রচারণার সময়ে এটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

সদ্য বিদায় নেয়া প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে স্বাক্ষরিত চুক্তিতে আরো ১২টি দেশ ছিল যারা বৈশ্বিক অর্থনীতির ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে। সোমবার মার্কিন বাণিজ্যনীতি পুনঃনির্ধারণে নেয়া বেশ কয়েকটি নির্বাহী আদেশের একটি হচ্ছে টিপিপি। এই বাণিজ্যচুক্তির কড়া সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, এটি আমাদের দেশের পণ্য উৎপাদন খাতের জন্য ধ্বংস বয়ে আনবে।

বিশাল এই আন্তঃবাণিজ্যচুক্তিতে যুক্তরাষ্ট্র ছাড়াও ছিল জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কানাডা ও মেক্সিকো। এই চুক্তি এখনো দেশগুলোর আইনসভা অনুমোদন করেনি। এই চুক্তির লক্ষ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও শক্তিশালী করা এবং শুল্ক কমানো। এছাড়া এর মধ্যে শ্রম ও পরিবেশগত মান নির্ধারণ, কপিরাইট-পেটেন্ট ও আইনি সুরক্ষা নিশ্চিতের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।

সোমবার ট্রাম্প বলেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে চাকরি সৃষ্টি করবে তাদের জন্য ট্যাক্সে বিশাল ছাড় দেয়া হবে। এর বিপরীত করলে দেয়া হবে বিশাল ট্যাক্সের বোঝা। বিবিসি।