রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলে রাজপথে অবস্থান ২৫ ফেব্রুয়ারি
প্রকাশ: ২০১৭-০১-২৬ ১৫:৩৯:৫৭
সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলে আগামী ২৫ ফেব্রুয়ারি সারা দেশে রাজপথে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
এর পাশাপাশি তারা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে হরতালের সমর্থণে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিলে পুলিশের হামলা-নির্যাতন আর টিয়ার সেল নিক্ষেপের প্রতিবাদে সারা দেশে ২৮ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়েছে।
এছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে যারা ক্ষতিগ্রস্ত হবে সেসব এলাকার মানুষদের নিয়ে খুলনায় ১১ মার্চ সমাবেশেরও কর্মসূচি দেয়া হয়।
হরতাল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গত ৭ বছর ধরে সুন্দরবনবিন্যাসী রামপাল কয়লা প্রকল্প বাতিলসহ বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের জন্য ৭ দফা বাস্তবায়নে আমরা লংমার্চ, প্রতিবাদ-বিক্ষোভ, মহাসমাবেশসহ নানা কর্মসূচি পালন করলেও সরকার এই প্রকল্প বাতিল না করে উল্টো সুন্দরবনের জন্য ক্ষতিকর নানা তৎপরতা চালাচ্ছে। সমাবেশে সৈয়দ জাফর আহমদ, খালেকুজ্জামান, সাইফুর হক, টিপু বিশ্বাস, মোশরেফা মিশু, জোনায়েদ সাকিসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।