গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৮৪তম
প্রকাশ: ২০১৭-০১-২৭ ১৩:৫৬:০২
ব্রিটিশ পত্রিকা ইকোনমিস্টের ডেমোক্রেসি ইনডেক্স-২০১৬ প্রতিবেদনে ৫.৭৩ স্কোর নিয়ে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। পত্রিকাটির ইন্টেলিজেন্স ইউনিট এ তথ্য প্রকাশ করেছে। ৯.৯৩ স্কোর নিয়ে প্রতিবেদনে শীর্ষে অবস্থানে রয়েছে নরওয়ে। দ্বিতীয় স্থানে আইসল্যান্ড (৯.৫০) ও তৃতীয় স্থানে রয়েছে সুইডেন (৯.৩৯)।
তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ১৬তম (৮.৩৬) ও যুক্তরাষ্ট্রের ২১তম (৭.৯৮)। আর ভারত রয়েছে ৩২তম (৭.৮১) অবস্থানে।তালিকায় ভুটান ৯৮তম, নেপাল ১০২তম, পাকিস্তান ১১১তম ও মিয়ানমার ১১৩তম। তালিকায় শ্রীলংকা বাংলাদেশের আগে রয়েছে। দেশটি ৬৬তম অবস্থানে রয়েছে। সর্বশেষ ১৬৭তম অবস্থানে কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ১৯টি দেশে পূর্ণ গণতন্ত্র চালু ছিল। ৫৭টি দেশে গণতন্ত্রের অবনমন ঘটেছে। এর মধ্যে ব্যাপক হারে অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটি ‘ফুল ডেমোক্রেসি’ ক্যাটাগরি থেকে ‘ফ্লড ডেমোক্রেসি’ ক্যাটাগরিতে নেমে গেছে।