সাংবাদিকদের মানববন্ধনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবি

প্রকাশ: ২০১৭-০১-২৮ ১৫:৩৮:৩২


Bulbulবেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীর উপর পুলিশের নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রত্যাহার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  আজ শনিবার শাহবাগে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে বিএফইউজের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, এটিএন নিউজের দুই সংবাদকর্মীর ওপর হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যে বক্তব্য দিয়েছেন, তাতে পুলিশ সদস্যরা উসকানি পাবেন।

এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা প্রশ্ন তোলেন, সাংবাদিক নির্যাতন করলে পুরস্কৃত হওয়া যায় কি না? অভিযুক্ত পুলিশকে সাময়িক প্রত্যাহারের নামে ‌‌‌‘জামাই আদরে’রাখারও সমালোচনা করেন তিনি।

মানবন্ধনে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, এটিএন নিউজের মুন্নী শাহা, ক্রাইম রিপোর্টার এসোসিয়েশন্স-এর সভাপতি আবু সালেহ আকন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এই পর্যন্ত সাংবাদিকদের উপর পুলিশের সকল নির্যাতন ও হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝেমধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়, এটা স্বাভাবিক। আপনারা দুজন বন্ধু যদি একসঙ্গে চলেন ধাক্কাধাক্কি তো লেগেই যায়। এই ধরনের একটা কিছু হয়েছে’।

গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার শমসেরনগরে শাহ তোরণের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।