নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের গ্রাজুয়েশন সমাপনী

প্রকাশ: ২০১৭-০১-২৯ ১৭:৪৪:৫৯


NUBনর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ফার্মেসী অনুষদের সম্মান ডিগ্রী সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন সমাপনী আয়োজন করা হয়। ফার্মেসী অনুষদের হেড প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. মো: আবদুর রাজ্জাক এমপি।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর শ্রম ও মানব সম্পদ বিভাগের সচিব হাবিবুর রহমান সিরাজ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রো-ভিসি প্রফেসর ড. আনোয়ারুল করীম ও ট্রেজারার মো: আনোয়ার হোসাইন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. রাজ্জাক নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিশ্ববিদ্যালয় তথা দেশের সম্পদ, এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের কল্যাণ বয়ে আনবেন এবং নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরী করে ফার্মাসিউটিক্যালস শিল্পে অবদান রাখবে বলে আমরা আশা করি।

অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসএস