ওবামাকন্যা মালিয়ার বিক্ষোভে অংশগ্রহণ

প্রকাশ: ২০১৭-০১-৩০ ১১:৩২:১৫


maliyaযুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া এবার ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। গত এক সপ্তাহ আগেই প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়েছেন বারাক ওবামা। ক্ষমতা ছাড়ার পর তিনি যখন ক্যারিবিয়ান অঞ্চলে সময় কাটাচ্ছেন ঠিক সেই সময়েই তার বড় মেয়ে মালিয়া আমেরিকার জাতীয় ইস্যুতে ভূমিকা রাখতে মাঠে নেমে পড়লেন। খবর ইউএসএ টুডের।

১৮ বছর বয়সী মালিয়া যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে জ্বালানি পাইপলাইন নির্মাণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিলেন।

ইউএসএ টুডের খবরে বলা হয়, মালিয়া গত সপ্তাহে উটাহ রাজ্যের পার্ক সিটিতে অনুষ্ঠিত সুনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন। সেই সময় মালিয়া সেখানে বিক্ষোভে অংশ নেন। কিন্তু খবরটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে রবিবার।

ওবামার বড় মেয়ে মালিয়া বাবার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এবং ট্রাম্পের জারি করা আদেশের বিপক্ষে রাজপথে নামেন।