হুমকির মুখে মার্কিন মূল্যবোধ: ওবামা
প্রকাশ: ২০১৭-০১-৩১ ১০:২৮:৫৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের কড়া সমালোচনা করেছেন সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের পরে দেয়া প্রথম বিবৃতিতে তিনি বলেন, মার্কিন মূল্যবোধ হুমকির মুখে পড়েছে।
ট্রাম্পের সমালোচিত নির্বাহী আদেশের সমালোচনা করে দেয়া ওবামার বিবৃতি পাঠ করেন তার মুখপাত্র কেভিন লুইস। বারাক ওবামাকে উদ্ধৃত করে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট কাউকে কারো বিশ্বাস বা ধর্মের কারণে বৈষম্য করা ধারণার মৌলিকভাবে বিরোধী। শুধু তাই নয় এই নির্বাহী আদেশের বিরুদ্ধে আন্দোলনকারীদেরও সমর্থন জানিয়েছেন তিনি।
ওবামা বলেন, যখন মার্কিন মূল্যবোধ সংকটের মধ্যে পড়বে তখন অবশ্য নাগরিকরা সমবেত ও সংগঠিত হয়ে তাদের বক্তব্য নির্বাচিত প্রতিনিধির কানে পৌছাবে যা তাদের সাংবিধানিক অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে এই আদেশের বিরোধিতায় উৎসাহ বোধ করছেন তিনি। টেলিগ্রাফ।