টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ২০১৭-০১-৩১ ১৬:১০:১০


BARNIKATকক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ দূতাবাসের ৯ কর্মকর্তা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বার্নিকাট। পৌঁছার পর তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত চিকিৎসাকেন্দ্র পরিদর্শন করেন। ওইখানে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এরপর তিনি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। লেদা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

বার্নিকাট সোমবার কক্সবাজার সফরে যান। সোমবার বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি।