যথাযোগ্য মর্যাদায় রাবিতে সরস্বতী পূজা উদ্যাপন

আপডেট: ২০১৭-০২-০২ ১২:৪৪:১৫


PUZA NEWS PHOTOযথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। বুধবার এ উপলক্ষে রাবি কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করে।

পরিষদের সভাপতি অধ্যাপক বিশ্বনাথ শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও আলোচক ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান ও প্রক্টর অধ্যাপক মো. মজিবুল আজাদ খান।

আলোচনায় বক্তাগণ ঐতিহ্যবাহী সরস্বতী পূজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে বিদ্যাদেবী সরস্বতীর কল্যাণে সমাজে শিক্ষা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটবে।

এদিন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় মন্দিরের পূজা প্রাঙ্গণে শুভেচ্ছা বিনিময় এবং সরস্বতী পূজা ম-প পরিদর্শন ও অঞ্জলি প্রদান করেন। কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়।