বাণিজ্যমেলায় সেরা দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন ওয়ালটন

প্রকাশ: ২০১৭-০২-০৩ ২২:১৬:০৪


500-1২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন অনেকেই নির্মাণ করেছেন। এসব প্যাভিলিয়ন বিশ্বের অনেকে দেশের চেয়ে বেশ সুন্দর ও আধুনিক মানের। আর এটাকে আরো সুন্দর করতে আয়োজক কমিটি প্রতিবছর প্রতিযোগিতার আয়োজন করে। মেলা শেষে বিচার-বিবেচনা করে তাদের স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয়। প্রতিবছরের মতো এবারো এর ব্যতিক্রম হয়নি। এবারের ২২তম আসরে শ্রেষ্ঠ প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার বরাবরের মতো জিতে নিয়েছে স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের প্যাভিলিয়ন। গত বছরও ওয়ালটন শ্রেষ্ঠ প্রিমিয়ার প্যাভিলিয়ন ও সর্বোচ্চ করদাতা হিসেবে প্রথম পুরস্কার জিতে নেয়। শনিবার মেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগ্যারিতে পাওয়া এ পুরস্কার কোম্পানিকে তুলে দেবেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্যাভিলিয়নের অপূর্ব স্থাপত্যশৈলী, দৃষ্টিনন্দন ডিজাইন, আকর্ষণীয় ইনটেরিয়র ডিজাইন, দর্শক-ক্রেতার পছন্দ, বিশ্বমানের গুণগত দেশীয় পণ্যের সম্ভার ইত্যাদি বিবেচনায় ওয়ালটন প্যাভিলিয়নকে সেরা হিসেবে নির্বাচিত করেছে ইপিবি কর্তৃপক্ষ। শনিবার বিকালে বাণিজ্যমেলা চত্বরে সমাপনী অনুষ্ঠান থেকে পুরস্কার গ্রহণের জন্য ওয়ালটনকে ইতোমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে। আজ শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০১৭ কর্তৃপক্ষ আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ডিআইটিএফ-২০১৭ প্রাঙ্গণে নির্মিত ওয়ালটন মেগা প্যাভিলিয়নটটি প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথমস্থান অর্জন করেছে। পুরস্কার গ্রহণের জন্য ওয়ালটনের পক্ষে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, বাণিজ্যমেলায় ওয়ালটন এ বছর ১৫ হাজার বর্গফুটের তিন তলাবিশিষ্ট সবচেয়ে বড় অপূর্ব স্থাপত্যশৈলীর নান্দনিক ও আকর্ষণীয় মেগা প্যাভিলিয়ন করেছে। প্যাভিলিনের চারপাশে রয়েছে সবুজের সমারোহ। মেলায় আসা সেলফিপ্রেমী দর্শনার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় সেলফি কর্নার। ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সুপরিসর লিফট। ২০০৪ সালে প্রথমবারের মতো বাণিজ্যমেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন স্থাপন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ওয়ালটন। সেবার মেলায় প্রথমবারের মতো অংশ নিয়ে ওয়ালটন দ্বিতীয় সেরা প্যাভিলিয়নের পুরস্কার জিতেছিল। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রায় প্রতিবছরই ওয়ালটনের প্যাভিলিয়ন শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে আসছে।

ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর বলেন, পুরস্কার পেতে সবারই ভালো লাগে। ওয়ালটন পরিবারও পুরস্কার পেয়ে আনন্দিত। আমরা দীর্ঘদিন ধরে এ পুরস্কার পেয়ে আসছি। এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আমাদের আগামী দিনের পথচলা আরো সুদৃঢ় হবে। তিনি আরো বলেন, সব প্রাপ্তিই আগামী দিনের প্রত্যাশাকে অনেকগুণ বাড়িয়ে দেয়। তাই আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। আমরা ওয়ালটন পরিবার মনে করি, এ প্রাপ্তি এ দেশের ১৬ কোটি মানুষের। কারণ ওয়ালটন আমাদের দেশের পণ্য।