‘সাংবাদিক শিমুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’

প্রকাশ: ২০১৭-০২-০৪ ১৫:১১:৩৯


Nasimসাংবাদিক শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো বড় দলে ছোটখাট কোন্দল থাকা অস্বাভাবিক নয়, তবে সীমা লঙ্ঘনকারীদের অপরাধের দায় আওয়ামী লীগ নেবে না।’ পাবনা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট উদ্বোধনশেষে শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রসঙ্গ টেনে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতরা যতই প্রভাবশালী হোক, যে দলেরই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

এর আগে মন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালের ৪ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। এ সময় তিনি পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেন।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরে পাবনা ডায়াবেটিস সমিতির ভূমি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন।

পাবনা ডায়াবেটিস সমিতি দীর্ঘদিন ধরে শহরের আব্দুল হামিদ রোডে স্বাস্থ্য বিভাগের জায়গায় কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে ওই জায়গাটি ডায়াবেটিস সমিতির অনুকূলে স্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হয়।