প্রতিমা ভাংচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ: ২০১৭-০২-০৪ ১৬:০৮:১১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বববিদ্যালয়ে গতকাল ৩রা ফেব্রুয়ারী (শুক্রবার) সরস্বতী পূজার প্রতিমা ভাংচুর করা হয়। কে বা কারা এই ভাংচুর করেছে তা এখনো জানা যায়নি। প্রতিমা ভাংচুরের প্রতিবাদে আজ বেলা দুইটায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের উদ্যোগে সংঘটিত হয় । মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক তপন কুমার সরকার, জুয়েল কুমার রায় সহকারী প্রক্টর মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বক্তব্য প্রদান করেন । বক্তারা ভাংচুরের ঘটনায় জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষে ছাত্র ইউনিয়ন ও উদিচী শিল্পীগোষ্ঠির উদ্যোগেও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
কেন্দ্রীয়ভাবে আয়োজিত সরস্বতী প্রতিমার কাপড় ও অলংকারাদি খুলে নিয়েছে দুর্বৃত্তরা । এছাড়া প্রতিমার হাত, পা ভেঙ্গে দেওয়া হয়েছে ।
আরেক শিক্ষার্থী দিপক চন্দ্র দাস জানান, যারা এই ভাংচুর করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি। তিনি আরো জানান, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও সহকারী রেজিস্ট্রারের ঘটনা ধামাচাপা দেয়ার জন্যও এই ভাংচুর সংঘটিত হতে পারে ।
এব্যাপারে কেন্দ্রীয় পূজা আয়োজন কমিটির সদস্য সচিব ও শিক্ষক তপন কুমার সরকার বলেন ,অপরাধী যেই হোক না কেন তাদেরকে দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহিদুল কবীর বলেন, দুষ্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না । থানায় অজ্ঞাতনামা মামলা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কামরুল হাসান বলেন , আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং তদন্ত চালিয়ে যাচ্ছি ।
বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে । সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন চলমান আন্দোলনকে ধামাচাপা দেয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে ।
সানবিডি/জাককানইবি/আজিজার/এসএস