মায়ের কোলে সেই পাকিস্তানি শিশু

প্রকাশ: ২০১৭-০২-০৫ ১২:৪৫:২৫


india.Pakভারতের সহযোগিতায় অবশেষে মায়ের কোলে ফিরেছে সেই পাকিস্তানি শিশু। শিশুসন্তানকে নিয়ে ভারতে প্রবেশের পর সন্ত্রাসী অভিযোগে গ্রেপ্তার হন গুলজার আহমেদ তান্ত্রে। এরপর ভারত-পাকিস্তানের মধ্যে এই শিশুসন্তানকে নিয়ে বিতর্ক শুরু হয়। শিশুটির পরিচয় নিশ্চিতে কাঠখড় পোড়াতে হয় উভয় দেশের কর্মকর্তাদের।

অবশেষে মায়ের কোলে ফিরেছে ইফতিখার আহমেদ। বয়স পাঁচ বছর। একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে ১১ মাস আগে তার বাবা তান্ত্রে তাকে নিয়ে ভারত শাসিত কাশ্মীরে আসেন।

ইফতিখারের মা রোহিনা কায়ানি সন্তানকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। সন্তানকে ফেরত পাওয়ার পর তিনি বলেন, ‘এটি সত্যিই অলৌকিক। সাহায্যের জন্য পাকিস্তান সরকারের কাছে আমি কৃতজ্ঞ।’

পাকিস্তান শাসিত কাশ্মীরে বাস করেন রোহিনা কায়ানি। আর বর্তমানে ভারত শাসিত কাশ্মীরে বাস করেন তান্ত্রে।

ইফতিখারকে নিয়ে ভারতে আসার পর ২০১৬ সালের মার্চ মাসে গ্রেপ্তার হন তান্ত্রে। তখন ইফতিখারের পরিচয় নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে তুমুল বাদানুবাদ হয়।

ভারত শাসিত কাশ্মীরের গান্দেরবালে বেড়ে ওঠা তান্ত্রে ১৯৯০ সালে সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে চলে যান। ভারতের শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য শীর্ষ জঙ্গিদের কাছে প্রশিক্ষণ নেন তিনি। সেখানে কায়ানিকে বিয়ে করেন। পরে তাদের জীবনে আসে ইফতিখার।

পাকিস্তান শাসিত কাশ্মীর থেকে ভারতে ফিরে আসার সময় ইফতিখারকে সঙ্গে নিয়ে আসেন তান্ত্রে। কিন্তু তিনি গ্রেপ্তার হন। তবে কায়ানি অভিযোগ করেন, তার স্বামী ইফতিখারকে অপহরণ করে ভারতে নিয়ে গেছে। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তান্ত্রের পরিবার। শেষ পর্যন্ত ইফতিখার তার মায়ের কোলে ফিরেছে দুই দেশের সহযোগিতায়। তথ্যসূত্র : বিবিসি ও ডন অনলাইন।