সাংবা‌দিক‌দের ৭২ ঘন্টার আ‌ল্টি‌মেটাম

আপডেট: ২০১৭-০২-০৫ ১৮:১২:২২


Sirajganjসিরাজগঞ্জের শাহজাদপুরে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

রোববার ১২টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির আয়োজনে এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেন তারা।

সাংবাদিকদের ওপর হত্যা ও নির্যাতনের বিচার দাবি করে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হো‌সেন বাদশা বলেন, ‘গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে দেশের সব সাংবাদিক সংগঠন মিলে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ঢাকা রিপোর্টর্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘এখন মুক্ত স্বাধীন গণমাধ্যম নেই, সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, পুলিশ যখন প্রকাশ্যে সাংবাদিক নির্যাতন করে তখন আপনি বলেন ধাক্কাধাক্কি হয়েছে! এমন কথা আপনার মুখে শোভা পায় না।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘শাহবাগে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হলো, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে সমকালের সাংবাদিককে প্রাণ দিতে হলো। আমরা এসব ঘটনায় পুলিশের লোক দেখানো তদন্ত চাই না। অপরাধীরা যতো ক্ষমতাবানই হোক না কেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

ডিআরইউ’র সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বলেন, ‘অতীতে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় সাংবাদিকদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। এ অবস্থায় সাংবাদিক সমাজ নীরব থাকতে পারে না। তাই দ্রুত সকল সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি করছি।’

আয়োজক সংগঠনের সভাপতি শামসুল আলম খান সেতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার আজমের সঞ্চালনায় মানবন্ধনে আরও ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, যমুনা টেলিভিশনের অর্থনীতি বিষয়ক সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি খায়রুজ্জামান খান কামাল, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (সিসাস) নির্বাহী সদস্য আবু আলী, মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম, সদস্য কিরণ শেখ, আতিক হাসান, শিহাবুল ইসলাম প্রমুখ।

এদিকে শিমুল হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের ছোঁড়া গুলিতে নিহত হন দৈনিক সমকালের এই স্থানীয় প্রতিনিধি।