সিরিয়ায় বিমান হামলায় লাদেনের ঘনিষ্ঠসহ নিহত ১১

প্রকাশ: ২০১৭-০২-০৯ ১৭:৩৪:৫০


Siriaচলতি মাসে সিরিয়ার ইদলিবে পৃথক দুটি বিমান হামলায় আল-কায়েদার ১১ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ওসামা বিন লাদেনের একজন ঘনিষ্ঠ সহযোগীও রয়েছেন। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি এক বিমান হামালায় ১০জন নিহত হন। আর ৪ ফেব্রুয়ারিতে আরেক বিমান হামলায় আল-কায়েদা নেতা আবু হানি আল-মাসরি নিহত হন। যিনি লাদেনের খুব কাছের একজন সহযোগী ছিলেন।
জেফ ডেভিস দাবি করে বলেছেন, ‘এই মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বব্যাপি আল-কায়েদার শক্তি অনেকটা খর্ব হয়েছে।’
জানা যায়, আল-মাসরি আফগানিস্তানে আল-কায়েদার একটি ট্রেনিং ক্যাম্প ১৯৮০ থেকে ১০৯০ সাল পর্যন্ত চালু রেখেছিলেন। আল-কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরির সঙ্গেও তিনি নিকট সম্পর্ক বজায় রেখেছিলেন।