চট্টগ্রামে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ২০১৭-০২-১১ ১৮:৫০:৫১


Chhatro Leageচট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার রিয়াজউদ্দিন ‍বাজার এলাকায় আজ বিকাল ৪টার দিকে দু’পক্ষের মারামারিতে ইয়াসির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক আহত হয়েছেন। নিহত ইয়াসির সরকারি সিটি কলেজের শিক্ষার্থী।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন জানিয়েছেন, নিহত ইয়াসির ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ইয়াসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।