শপথ নিলেন ৮ বিচারপতি
প্রকাশ: ২০১৭-০২-১২ ১৬:৫১:৪০
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া আট বিচারপতি শপথ নিয়েছেন। আজ রবিবার সকাল ১০টার কিছু আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পর্যায়ক্রমে তাদেরকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. সোহরাওয়ারদী।
রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে গত বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই আটজন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন।