গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরে যান : সরকারকে রিজভী

আপডেট: ২০১৭-০২-১২ ১৭:৫৯:৩৬


Rizviবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।  আর সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। কারণ দীর্ঘদিন অনাচার ও অত্যাচার চলতে পারে না। তাই ভালোই ভালোই নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যান।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
‘নবগঠিত নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক এ সভায় তিনি বলেন,  রকিব মার্কা নির্বাচনের চেয়েও খারাপ নির্বাচনের জন্য নুরুল হুদাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সরকার দেশকে দুর্নীতির স্বর্গ রাজ্যে বানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতি হচ্ছে সরকারের ইশতেহার ও আর্দশ। দুর্নীতিই তাদের ধ্যান ও জ্ঞান।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।