রাবি বিজ্ঞান ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশ: ২০১৭-০২-১৩ ১৩:৫৮:৫৩
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজ্ঞান ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হয়েছে। গত রোববার (১২ ফেব্রুয়ারি ২০১৭ইং) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘বিজ্ঞান ক্লাব এই ধারণাটাই ব্যাপক। তবে এই ব্যাপকতার সঙ্গে প্রতিটি বিজ্ঞানমনস্ক ছাত্র-ছাত্রীকে যুক্ত হতে উদ্বুদ্ধ করতে হবে। বিজ্ঞান ক্লাবের উদ্দেশ্য বিজ্ঞানের চিন্তা-ভাবনায় এই জগতকে উদ্ভাসিত করা। মানব সমাজ তথা বিশ্বের জন্য কল্যাণকর যা কিছু আমরা অর্জন করেছি তা বিজ্ঞানের জন্যই সম্ভব হয়েছে। আমাদের শিক্ষার্থীরা, নবীন বিজ্ঞানীরা যা কিছু অর্জন করবে, যা কিছু উদ্ভাবন করবে তা শুধু স্থানিক কল্যাণের বিবেচনায় নয় তা হতে হবে মানবজাতির কল্যাণে।’
ক্লাবের মিডিয়া সেক্রেটারি মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সেখানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান, ক্লাবের উপদেষ্টা রসায়ন বিভাগের অধ্যাপক মো. তারিকুল হাসান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা, ক্লাবের সভাপতি চৌধুরী আরিফ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক মো. খায়রুল হাসান, প্রতিষ্ঠা বার্ষিকীর আহ্বায়ক ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম মুন।বার্ষিকীর অন্য কর্মসূচি ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, নবীনবরণ, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান প্রদর্শনী ও কনসার্ট।
সানবিডি/ঢাকা/এসএস