‘আপনারা চাইলে আমি পদত্যাগ করতে পারি’
প্রকাশ: ২০১৭-০২-১৩ ১৪:৩৫:২১
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে রাষ্ট্রপক্ষের লিখিত সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৮ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, রবিবার গেজেট প্রকাশে সময়ক্ষেপণের কারণ জানতে চান আপিল বিভাগ।
এদিন শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রাষ্ট্রপতির কাছে গেজেটের একটি খসড়া রয়েছে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে এটি চূড়ান্ত হয়ে যাবে। এ জন্য সময় প্রয়োজন। ’ এ সময় আদালত বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আছে- এ কথা আর কতদিন শোনাবেন। বারবার সময় আবেদনের সময় একই কথা বলেছেন। ’
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি তো আর রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারি না। আপনারা চাইলে আমি পদত্যাগ করতে পারি। এ ছাড়া আর কী করতে পারি। ’ জবাবে আদালত বলেন, ‘আমরা তা বলছি না। ’
পরে অ্যাটর্নি জেনারেল ৬ সপ্তাহ সময় আবেদন করলে আট সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ২ সপ্তাহ সময় মঞ্জুর করেন। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নিজামুল হক।
উল্লেখ্য, সোমবার ২ সপ্তাহ সময় পাওয়ার আগে গত ৫ ফেব্রুয়ারি এক সপ্তাহ সময় দেন আদালত। এর আগে আরও কয়েকবার সময় দেওয়া হয়েছিল।