ব্লকে সবচেয়ে বেশি লেনদেন ডিবিএইচের

প্রকাশ: ২০১৭-০২-১৩ ১৯:০৯:৪৩


dbhব্লক মার্কেটে সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ডেল্টা ব্রাক হাউজিং লিমিটেড (ডিবিএইচ)। আজ কোম্পানিটি ৩ লাখ ৮৮ হাজার ৫২৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ২১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে মোট ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৯ লাখ ৩৩ হাজার ২৫৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ১২ লাখ টাকা।

গ্রামীণ ফোন ২ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ১৭ লাখ টাকা।

ব্রাক ব্যাংক ১ লাখ ৭২ হাজার ২২৮টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশন, কনফিডেন্স সিমেন্ট ও আরএসআরএম স্টিল লিমিটেড।