রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশ: ২০১৭-০২-১৪ ১২:১৪:৪৯


Gun.Cross.Sunbdরাজধানী পুরানো ঢাকার তাঁতীবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক পুলিশের খাতায় তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসি। তার নাম সাগর ওরফে ঢাকাত সাগর ওরফে সিফাত ওরফে দিপু (৩০)। সোমবার রাত আড়াইটার দিকে তাঁতীবাজারের বানর গলিতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি রিভালবার, দুই রাউন্ড গুলি ও একটি ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেছে।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসান জানান, বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসির বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১১টি মামলা রয়েছে। সে একজন পেশাদার সিনতাইকারী। সম্প্রতি রাজধানীতে মোটর সাইকেলে করে গুলি চালিয় যেসব সিনতাইয়ের ঘটনা ঘটেছে তার বেশিরভাগের সঙ্গে সে জড়িত ছিলো। সোমবার রাত আড়াইটার দিকে তাঁতীবাজারের বানর গলিতে তার অবস্থান নিশ্চিত হলে টহলরত টিম ছুটে যায়। এসময় পুলিশকে লক্ষ করে সাগর গুলি ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায় বন্দুক যুদ্ধে সাগর নিহত হন।