কী দেখে সঠিক সঙ্গী খুঁজবেন?
প্রকাশ: ২০১৭-০২-১৪ ১৬:২৫:৫২
সঠিক সঙ্গী নির্বাচনে রসবোধের গুরুত্ব অনেক। সম্পর্কে রসবোধের গুরুত্ব নিয়ে বিস্তর গবেষণাও হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত সন্ধান করতে সম্প্রতি একটি গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফরি হল। এতে তিনি গত তিন দশকে ১৫ হাজার মানুষের সঙ্গে সম্পর্কিত ৩৯টি গবেষণা তথ্য বিশ্লেষণ করেছেন।
বিশ্লেষণ থেকে হল দেখেছেন, সব মানুষের মধ্যেই কমবেশি রসবোধ রয়েছে। তবে একই রকম রসবোধসম্পন্ন সঙ্গীর খোঁজ পাওয়া বেশি গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে গবেষক হল বলেন, মানুষ বলে, সঙ্গীর মধ্যে তাঁরা রসবোধ দেখতে চান। কিন্তু এর ধারণাটি ব্যাপক। মজা করতে পারা বা কোনো কিছু থেকে কৌতুক করতে পারার সঙ্গে সম্পর্কে সন্তুষ্টির জোরালো কোনো সম্পর্ক নেই। সম্পর্কে সন্তুষ্টির বিষয়টি জুটির মধ্যে একত্রে তৈরি রসবোধের ওপর বিশেষভাবে সম্পর্কিত।
গবেষণায় দেখা গেছে, ‘রোমান্টিক সঙ্গীর মধ্যে হাস্যরসে ভরা আমোদ সম্পর্কের নিরাপত্তা স্থাপন ও বাঁধন তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান। হাসি-ঠাট্টা, বিশেষ করে একসঙ্গে হাসি বিনিময় সম্ভাব্য সঙ্গীকে আকর্ষণের গুরুত্বপূর্ণ ইঙ্গিত।’
হল বলেন, বিশেষ কৌতুকাভিনেতা হওয়ার কোনো বিষয় এটি নয়, বরং দৈনন্দিন জীবনে মজার বিষয়গুলো খুঁজে বের করা এবং একত্রে তা উপভোগ করার বিষয় এটি। অবশ্য সঙ্গীকে উপহাস করে হাস্যরস সৃষ্টির বিষয়ে সতর্ক করেছেন তিনি।
হল বলেন, আক্রমণাত্মক হাস্যরস সম্পর্কে বাজে প্রভাব ফেলে। রোমান্টিক সম্পর্কে সঙ্গীকে আক্রমণ করে হাস্যরস তৈরি করলে সম্পর্ক খারাপ পর্যায়ে চলে যায়।
সুখী সম্পর্ক গড়তে দুজনের মধ্যে হাসি বিনিময়ের গুরুত্ব এর আগে করা অন্য গবেষণাতেও উঠে এসেছিল।
২০১৫ সালে ‘সেক্সুয়াল সিলেকশন অ্যান্ড হিউমার ইন কোর্টশিপ: আ কেস ফর ওয়ার্মথ অ্যান্ড এক্সট্রোভারসন’ শীর্ষক নিবন্ধে জেফরি হল রসবোধ ও বুদ্ধিমত্তার সম্ভাব্য সম্পর্কের কথা বলেছিলেন। ওই গবেষণা নিবন্ধটি ‘ইভোলিউশনারি সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়। তথ্যসূত্র: এএফপি।