মোহাম্মদপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস নানকের

প্রকাশ: ২০১৭-০২-১৬ ১১:০৩:৪৬


anok2মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় চাঁন মিয়া হাউজিং বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার সকাল ৬টায় আগুনে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করে তিনি এ সাহায্যের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি পাশের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ের কক্ষ খুলে দেওয়ার নির্দেশ দেন। আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ আপাতত সেখানেই আশ্রয় নিয়েছেন।

মোহাম্মদপুরে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে জাহাঙ্গীর কবির নানক বলেন, তদন্ত করে কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা উদঘাটন করা হবে। এরপর সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ি রোডের চাঁন মিয়া হাউজিংয়ের এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।