তুরস্কে গাড়িবোমায় নিহত তিন বছরের শিশু, আহত ১৫

প্রকাশ: ২০১৭-০২-১৮ ১১:২৪:০৮


Turoskoতুরস্কে একটি গাড়ি বোমা বিস্ফোরণে তিন বছরের এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১৫ জন। শুক্রবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনদুলু।
সানলিউরফার গভর্নর গুংগর আজিম টুনা বলেন, এক ব্যক্তি গাড়িটি পার্ক করে যান। এরপর রিমোর্ট কন্ট্রোল ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটান।হামলাকারীর বয়স ১৮-২০ বছরের মতো।
নিহত শিশু আদালতের এক ক্লার্কের সন্তান। তবে আহতদের খুব বেশি ক্ষতি হয়নি।
এর আগে ২০১৫ সালে শহরটিতে দুই মানবাধিকার কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। কর্তৃপক্ষ দাবি করেছিলো জঙ্গি সংগঠন আইএস এই হামলা চালিয়েছিলো। তিন মাস পর কর্তৃপক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে ২১জনকে গ্রেফতার করে।
তবে গাড়িবোমার এই ঘটনায় সরকারের পদক্ষেপ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সিএনএন