জার্মানি থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
প্রকাশ: ২০১৭-০২-১৯ ১১:২২:০৩
জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৩টা) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী মিউনিখ থেকে যাত্রা করে আবুধাবিতে ছয় ঘণ্টা যাত্রাবিরতি করবেন। সেখান থেকে রবিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১৬ ফেব্রুয়ারি জার্মানি যান প্রধানমন্ত্রী।