শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা

প্রকাশ: ২০১৭-০২-১৯ ১৩:০১:৪৩


DMPএকুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বোববার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা   বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় ৮ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়া সাদা পোশাকধারী পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে। পাশাপাশি শহীদ মিনার ও এর আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে, যা প্রতি মুহূর্তে মনিটরিং করা হবে।