সৌদি পুঁজিবাজারে প্রথম নারী প্রধান
প্রকাশ: ২০১৭-০২-২০ ১০:১৮:৪৯
কদিন আগেও কর্মক্ষেত্রে নারীর প্রবেশকে যেখানে রক্ষণশীল হিসেবে দেখা হতো, সেখানে অর্থনীতির বড় চালকশক্তি পুঁজিবাজারের নেতৃত্বেও আসছে নারী। আজ রোববার ব্লুমবার্গ বিজনেসের প্রতিবেদনে জানানো হয়, সৌদির স্টক এক্সচেঞ্জ তাদাউলের প্রধান নেতৃত্বে আসতে যাচ্ছেন সারাহ আল সুহায়মি নামের এক নারী। দেশটির ইতিহাসে এটি প্রথম কোনো ঘটনা।
সুহায়মি বর্তমানে সৌদি আরবের আর্থিক খাতের কোম্পানি এনসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বর্তমান চেয়ারম্যান খালিদ আল রাবিয়াহ’র স্থলাভিষিক্ত হবেন।
এর আগে তিনি সৌদির ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রথম নারী প্রধান হিসেবে খ্যাতি অর্জন করেন। তার বাবা ২০০৬ সাল পর্যন্ত দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান ছিলেন।
সৌদিতে নারী বেকারত্বের হার এখন ৩৪ শতাংশের বেশি। গাড়ি চালানোর কাজে নারীদের এখনো সেখানে অনুমতি দেওয়া হয় না। দেশের বাইরে বা বিয়ের জন্য এখনো দেশটিতে অভিভাবকদের অনুমতি নিতে হয়। এমন সময়ে তার এই নিয়োগকে অর্থনীতিতে নারী জাগরণের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তাদাউলের মূলধন ৪৩ হাজার ৯০০ কোটি ডলার। ২০১৫ সালে এই স্টক এক্সচেঞ্জ বিদেশিদের বিনিয়োগের জন্য খুলে দেওয়া হয়। পুঁজিবাজারকে ব্যবহার করে সৌদি আরব এখন আরও বিদেশি অর্থ টানার উদ্যোগ নিচ্ছে।