আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় আফ্রিদির

আপডেট: ২০১৭-০২-২০ ১০:৩১:২৩


HAMILTON, NEW ZEALAND - JANUARY 17: Shahid Afridi of Pakistan gives instructions out during the International Twenty20 match between New Zealand and Pakistan at Seddon Park on January 17, 2016 in Hamilton, New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। রবিবার পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমির হয়ে ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর এ ঘোষণা দেন হার্ডহিটার ব্যাটসম্যান।

২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্তি ঘোষণার সময় তিনি বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে। আমি শুধু আমার ভক্তদের জন্য খেলে যাচ্ছি। আগামী দুইবছর হয়তো পিএসএল এ খেলবো। তবে আন্তর্জাতিক ক্রিকেট এখানেই শেষ। এই মুহূর্তে আমার ফাউন্ডেশনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় আফ্রিদির। তবে টেস্ট খেলেছেন মাত্র ২৭টি। রান ১১৭৬ ও উইকেট ৪৮। ৩৯৮ ওয়ানডেতে ১১৭ স্ট্রাইক রেটে তার রান ৮০৬৮। উইকেট ৩৯৫।
তবে টি-টোয়েন্টি বল হাতে দারুণ সফল বুম বুম আফ্রিদি। তার ঝুলিতে রয়েছে সর্বোচ্চ ম্যাচ (৯৮) ও সর্বোচ্চ উইকেট(৯৭) রেকর্ড।