সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
নরসিংদীতে বড় ভাইয়ের হাতে তিন সহোদর খুনের অভিযোগ
প্রকাশিত - ফেব্রুয়ারি ২২, ২০১৭ ১১:৪১ এএম
নরসিংদী সদর উপজেলায় তিন শিশু সহোদরকে হত্যার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে আলোকবালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আবুল কালাম মিয়ার মেয়ে মারজিয়া (৬), মরিয়ম (৮) ও ছেলে ইয়াছিন (১০)।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সালাউদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে আলোকবালী গ্রামের আবুল কালাম মিয়ার বড় ছেলে রুবেল মিয়া তার ছোট ভাই ইয়াসিন, ছোট বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। এতে বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে কুপিয়ে আহত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গলাটিপে হত্যা করা হয়েছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.