হিজাব পরতে পারবেন তুর্কি নারী সেনারা

প্রকাশ: ২০১৭-০২-২৩ ১১:৪১:৫০


turkeyসেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তুরস্ক। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তুরস্কের সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরে দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানের ধারক হিসেবে দেখা হতো।

আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক সাংবিধানিকভাবে সে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করেছিলেন। অবশ্য গত এক দশকে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সেই নিষেধাজ্ঞা তুলতে শুরু করেন। স্কুল, বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি প্রতিষ্ঠান থেকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এত দিন সেনাবাহিনীতে এটি বলবৎ ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে নিয়মিত সেনা কর্মকর্তা, নন-কমিশনড অফিসার ও ক্যাডেটরা তাদের টুপির নিচে হিজাব পরিধান করতে পারবেন।

তবে এরদোয়ানের সমালোচকরা বলেছেন, তিনি সবার ওপর তার ইসলামি এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ধর্মকে ব্যবহার করে সমর্থনের একটা ভিত্তি গড়ে তুলছেন। তাদের অভিযোগ, এরদোয়ান গত কয়েক বছরে তুরস্কের বহু সরকারি স্কুলকে ধর্মভিত্তিক স্কুলে পরিণত করেছেন এবং ধর্মপ্রাণ প্রজন্ম গড়ে তোলার যে অঙ্গীকার দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।