ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপিপন্থিদের জয়
প্রকাশ: ২০১৭-০২-২৫ ১০:১৩:১৭
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের জয় হয়েছে। ২০১৭-১৮ মেয়াদে কার্যকরী পরিষদের ২৭টি পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২১টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের সমর্থিত নীল প্যানেল। আর ৬টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সমর্থিত সাদা প্যানেল।
বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে শুক্রবার শেষরাতের দিকে ফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আব্দুল মান্নান। নীল প্যানেল ২১টির মধ্যে ৯টি সম্পাদকীয় ও ১২টি সদস্য পদ পেয়েছে। সাদা প্যানেল ৩টি সম্পাদকীয় ও ৩টি সদস্য পদ পেয়েছে।
গতবার ২০১৬-১৭ মেয়াদের নির্বাচনে সাদা প্যানেল ২৭টি পদের মধ্যে ২১টি পায়। আর নীল প্যানেল পায় ৬টি।