ইন্দোনেশিয়া সফরে ৪০৯ টন সরঞ্জাম আনছেন সৌদি বাদশাহ!
প্রকাশ: ২০১৭-০২-২৫ ১৫:২৫:১৪
২৫ জন রাজপুত্র, মন্ত্রীসভার সদস্যসহ মোট ১৫০০ সঙ্গী নিয়ে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ইন্দোনেশিয়া সফরে আসছেন। তিনি ইন্দোনেশিয়া পৌঁছাবেন ১ মার্চ। তবে এর আগেই তার সঙ্গীরা ভাগে ভাগে আসতে শুরু করেছে।
শুধু সফরসঙ্গীই নয়, সৌদি থেকে বাদশাহ ও তার লোকজনের প্রয়োজনীয় ৪০৯ টন সরঞ্জাম ইন্দোনেশিয়ার একাধিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এসব সরঞ্জামের মধ্যে মার্সিডিস বেঞ্জের এস৬০০ মডেলের দুইটি গাড়িও আছে।
ওই সরঞ্জামগুলো বিমানবন্দর থেকে সংশ্লিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ১ থেকে ৯ মার্চ ইন্দোনেশিয়ার সফরে থাকবেন সৌদি বাদশাহ। এ সফরে ২৫ বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে বলে আশা করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
সূত্র : জাকার্তা পোস্ট