লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে বন্দুক হামলা
প্রকাশ: ২০১৭-০২-২৫ ১৭:১৭:৪৮
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দূতাবাস লক্ষ্য করে দুর্বৃত্তের ছোড়া গুলি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মুজাম্মেল হক।
দূতাবাসের কর্মকর্তারা বলছেন, দুর্বৃত্তের ছোড়া গুলি থেকে অল্পের জন্য বেঁচে গেছেন চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স। দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় হঠাৎ তিনটি বুলেট দূতাবাসের প্রাচীর ভেদ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স মুজাম্মেল হকের সামনে গিয়ে পড়ে।
অমর একুশের ওই অনুষ্ঠানে ত্রিপোলিতে বসবাসকারী শতাধিক বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু উপস্থিতি ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই অজ্ঞাত বন্দুকধারীরা অনুষ্ঠানস্থল লক্ষ্য করে গুলি চালায়।
দূতাবাসে হামলার সময় কর্তব্যরত স্থানীয় পুলিশ পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তবে কে বা কারা কেন দূতাবাসে হামলা চালিয়েছে সেবিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।