চীনের হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
প্রকাশ: ২০১৭-০২-২৬ ০৯:৩৫:০৪
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী নানচ্যাংয়ে এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে হওয়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন।
এ সময় বেশ কয়েকজন হোটেলটিতে আটকা পড়েছে বলে আশংকা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেলের বেশ কয়েকটি তলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। হোটেলটির আশপাশে বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স রয়েছে।
হোটেলটিতে ২৫০ জন অবস্থান করছিলো। অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে এখনো জানা যায়নি। তদন্তের জন্য সাতজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। সিএনএন