বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২০১৭-০২-২৬ ১২:৫১:২৯
একদিনের সফরে আজ রবিবার দুপুরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর নির্ধারিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের তালিকায় রয়েছে- বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের নতুন ভবন। প্রায় চার কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৩৯৪ টাকা ব্যয়ে অত্যাধুনিক বহুতল এ ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা বলেন, ‘নতুন সাজে সজ্জিত হয়ে নবরূপে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে উপজেলা পরিষদের নব-নির্মিত ভবন। দরজা-জানালা থেকে শুরু করে ভবনের চারপাশে রঙের কাজ সম্পন্ন করা হয়েছে। ঝকঝকে চকচকে করা হয়েছে উপজেলা পরিষদ ভবন। পাল্টে গেছে পরিষদের ২০১৩ সালের ধ্বংসযজ্ঞ চিত্র।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩ মার্চ সাঈদীকে চাঁদে দেখার গুজবে তাণ্ডবলীলায় উপজেলা পরিষদে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর চার বছর পর নির্মিত হলো চার তলা বিশিষ্ট উপজেলা পরিষদ।