‘সমাজের পুনর্বাসনে কারা কর্তৃপক্ষ কাজ করছে’

প্রকাশ: ২০১৭-০২-২৬ ১৩:০২:১৭


asaduzzaman-khan-kamal_new_0_1_1স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পূর্বে কারাগার শুধু সাজাদান কাজে ব্যবহৃত হত। বর্তমানে সংশোধন ও সমাজের পুনর্বাসনে কারা কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারও এ নীতিতে বিশ্বাসী। এটি আমাদের কারা প্রশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত।’
রবিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে কারা সপ্তাহ ২০১৭ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। উল্লেখযোগ্য অবদানের জন্য অনুষ্ঠানে বেশ কয়েকজন কারারক্ষীকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন মন্ত্রী। এর আগে মন্ত্রী সেখানে গিয়ে পৌঁছালে স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শক তাকে স্বাগত জানান। পরে মন্ত্রী বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে কারাগার আধুনিকায়ন করা হচ্ছে। বন্দীদের মোবাইলে পরিবারের সঙ্গে কথার বলার সুযোগ করে ‍দিচ্ছে কারা কর্তৃপক্ষ। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে জঙ্গিদের বিচার কাজ করা হচ্ছে।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, কারা মহা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।