দুই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২ মার্চ
প্রকাশ: ২০১৭-০২-২৬ ১৩:২২:২১
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২ মার্চ পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
রবিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদালতে খালেদার উপস্থিত হওয়ার দিন ধার্য ছিল। আদালত বদলি চেয়ে বেগম খালেদার আবেদনটি হাইকোর্টে শুনানির আপেক্ষায় রয়েছে। তাই বেগম খালেদা জিয়া হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ মার্চ দিন ধার্য করেছে।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মোশাররফ হোসেন কাজল।