রাজধানীসহ সারাদেশে যান চলাচল শুরু
প্রকাশ: ২০১৭-০৩-০১ ১৬:২৮:৪০
পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরপরই সারা দেশে বিকেল তিনটা থেকে যান চলাচল শুরু হয়েছে।
বুধবার দুপুরে মতিঝিলে বিআরটিএ ভবনের ৬ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অফিসে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সংবাদ সম্মেলনে সারাদেশের পরিবহন শ্রমিক নেতাদের প্রতি যান চলাচল শুরু করার আহ্বান জানান।
নৌ-পরিবহন মন্ত্রীর এ ঘোষণার পর রাজধানীসহ সারা দেশে যান চলাচল শুরু হয়েছে। রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেক পরিবহনের কাউন্টার টিকিট বিক্রি শুরু করেছে। আবার অনেকে কাউন্টার খোলার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যা নাগাদ দূর পাল্লাার সব পরিবহনের গাড়ি চলাচল করবে।
এদিকে নৌমন্ত্রীর এ ঘোষণার পর আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেছেন।