বুলুসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশ: ২০১৭-০৩-০২ ১৬:৪৬:১৬
রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস ও শিরিন সুলতানা।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।