একদিনের সফরে চাঁদপুর আসছেন ডা. দীপু মনি

প্রকাশ: ২০১৭-০৩-০২ ১৬:৫৪:২৩


dipu-moniবাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপিএকদিনের সফরে চাঁদপুর আসছেন।

আগামীকাল ৩ মার্চ শুক্রবার সকালে ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর
উপজেলার কামরাঙ্গা বাজারের পূর্ব পাশে মান্নান মাস্টারের বাড়ি সংলগ্ন খালের উপর নির্মিত সেতুর উদ্বোধন করবেন। সকাল ১১টায় কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন এবং
বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল সাড়ে ১১টায় কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ডাঃ দীপু মনি এমপি। দুপুর ১২টায়
ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। দুপুর ২টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে
দেবেন এবং বিকেল সাড়ে ৩টায় পুরাণবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং রবীন্দ্র-নজরুল চত্বর-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ডাঃ দীপু মনি।
বিকেল ৫টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মোঃ মাসুম আহমেদ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।