১৫৪ ট্যানারিকে প্রায় ৩১ কোটি টাকা জমার নির্দেশ
প্রকাশ: ২০১৭-০৩-০২ ১৭:৪১:২৪
রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩১ কোটি টাকা জমা দিতে ১৫৪ ট্যানারি মালিককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের এই অর্থ জমা দিতে বলা হয়েছে।এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালত বলেছে, এই সময়ের মধ্যে অর্থ জমা না দিলে ট্যানারিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর না করায় গত বছর ১৬ জুন ১৫৪ ট্যানারি মালিকের প্রত্যেককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। গত ১৮ জুলাই আপিল বিভাগ ৫০ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য ট্যানারি মালিকদের নির্দেশ দেয়। শিল্প সচিবকে এই অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল। কিন্তু ওই নির্দেশ প্রতিপালন না করায় হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ আনেন রিটকারী সংগঠনের আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি শেষে হাইকোর্ট শিল্প সচিব মোশাররফ হোসেনকে তলব করে।
এরপর শিল্প সচিবের পক্ষ থেকে হাইকোর্টের প্রতিবেদন দিয়ে বলা হয়, ৩০ কোটি ৮৫ লাখ টাকা ট্যানারি মালিকরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়নি। এরপর হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।